ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

ইউল্যাবে ফার্স্ট এইড ও মহামারি নিয়ে কর্মশালা

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:৪০ পিএম, ০৮ আগস্ট ২০২১

ফার্স্ট এইড ও মহামারি নিয়ে ৩১ জুলাই কর্মশালা করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ইউল্যাবের মেডিকেল অফিসার ডা. সাবিহা সুলতানা।

এ সময় তিনি বলেন, বাসায় যত প্রয়োজনীয় জিনিস থাকে, সেই তালিকায় অবশ্যই একটি ফার্স্ট এইড বক্সের নাম থাকা জরুরি। সবাইকে বর্তমান মহামারি থেকে বাঁচতে পুষ্টিকর খাবার খেতে এবং পরিমিত ব্যায়াম করার পরামর্শ দেন সাবিহা সুলতানা। একই সঙ্গে মানসিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে বলেও জানান।

jagonews24

কর্মশালায় অংশগ্রহণ করেন ক্লাবের উপদেষ্টা সেলিমা কাদের চৌধুরীসহ কার্যনির্বাহী সদস্যরা।

এমএসএম/জেডএইচ/জেআইএম