সরকারি হাইস্কুলে ভর্তি আবেদনের শেষ দিন রোববার
ঢাকা মহানগরীসহ (চট্টগ্রাম ব্যাতীত) দেশের সকল জেলা ও বিভাগীয় সদরের সরকারি হাইস্কুলে অনলাইনে ভর্তির আবেদনের শেষ দিন রোববার। রোববার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। টেলিটক মোবাইলে আবেদন ফি বাবদ ১৫০ টাকা প্রদান করতে হবে।
এর আগে, গত ১ ডিসেম্বর সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অনলাইনে ভর্তি আবেদন কার্যক্রম উদ্ধোধন করেন। ওই দিন বেলা পৌনে ১১টা থেকে ঢাকা মহানগরীসহ দেশের সকল জেলা ও বিভাগীয় সদরে অবস্থিত সরকারি হাইস্কুলে ১ম শ্রেণি থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য আবেদন শুরু হয়।
সরকারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য প্রথমবারের মতো শিক্ষামন্ত্রণালয় বিদ্যালয় ক্যাচমেন্ট (সেবা) এলাকার শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ কোঠা সংরক্ষণ করেছে। প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি করা হবে। আর দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা হবে। নবম শ্রেণিতে জেএসসি ও জেডিসি’র ফলের ভিত্তিতে ভর্তি করা হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য মাউশির http://dshe.gov.bd/ ওয়েবসাইটে পাওয়া যাবে।
এনএম/এসকেডি/আরআইপি
সর্বশেষ - শিক্ষা
- ১ গুচ্ছ ভর্তি বহাল রাখতে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জরুরি নির্দেশনা
- ২ শনিবারও বন্ধ থাকবে স্কুল, সাপ্তাহিক ছুটি দুদিনই বহাল
- ৩ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ
- ৪ সরকারি-বেসরকারি স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা জুনে, বার্ষিক নভেম্বরে
- ৫ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য হলেন আবুল কাসেম ফজলুল হক