ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

২৮ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে জেএসসি-জেডিসির ফলপ্রকাশ

প্রকাশিত: ১০:২৫ এএম, ১২ ডিসেম্বর ২০১৫

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল ২৮ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। শনিবার আন্তঃশিক্ষা বোর্ডের সাব-কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তবে প্রধানমন্ত্রীর ইচ্ছার উপর নির্ভর করছে ফলপ্রকাশের তারিখ।

জানা গেছে, প্রতি বছর শিক্ষাবোর্ডগুলো পরীক্ষা শেষে ফল প্রস্তুত করে তা প্রকাশের জন্য তারিখ নির্ধারণের জন্য শিক্ষামন্ত্রণালয়ে পাঠায়। শিক্ষামন্ত্রণালয় তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদনের পরে ফলপ্রকাশ করা হয়।

প্রসঙ্গত, গত ০১ নভেম্বর থেকে শুরু হয়ে জেএসসি-জেডিসি পরীক্ষা শেষ হয় ১৮ নভেম্বর। এবার এ পরীক্ষায় অংশ নেয় ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন। এর মধ্যে জেএসসিতে ১৯ লাখ ৬৭ হাজার ৪৪৭ জন এবং জেডিসিতে পরীক্ষার্থী ৩ লাখ ৫৮ হাজার ৪৮৬ জন। বিদেশের ৮টি কেন্দ্রসহ ২ হাজার ৬২৭টি কেন্দ্রে জেএসসি-জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এনএম/এসএইচএস/আরআইপি