মতিঝিল আইডিয়াল স্কুলে ১ম শ্রেণিতে ভর্তি লটারি রোববার
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১ম শ্রেণিতে ভর্তি লটারি আগামীকাল রোববার সকালে অনুষ্ঠিত হবে। এর আগে ভর্তি নীতিমালা লঙ্ঘন করে লটারির জন্য বাছাই তালিকা শুক্রবার প্রকাশ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের মতিঝিল বাংলা ও ইংরেজি ভার্সনের প্রভাতী ও দিবা শাখায় একশ` জন ছাত্র ও ছাত্রী , বনশ্রী শাখায় উভয় মাধ্যমে একশ` জন ছাত্র ও ছাত্রী এবং মুগদা শাখায় বাংলা মাধ্যমে একশ` জন ছাত্র ও ছাত্রী ভর্তি করা হবে।
গত ১ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন জমা নেয়া হয়। ভর্তি নীতিমালা অনুযায়ী ১ম শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তির নিয়ম থাকলেও বিদ্যালয় কর্তৃপক্ষ আবেদনকারীদের মধ্য থেকে বাছাই করে লটারির জন্য তালিকা তৈরি করেছে। শুক্রবার ওই তালিকা বিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করেছে।
১ম শ্রেণিতে ভর্তির জন্য আবেদনকারী ছাত্রদের লটারি ১৩ ডিসেম্বর এবং ছাত্রীদের ১৪ ডিসেম্বর সকালে অনুষ্ঠিত হবে। এছাড়া ২য় শ্রেণির ছাত্রদের ভর্তি পরীক্ষা ১৭ ডিসেম্বর, ২য় ও ৩য় শ্রেণিতে ছাত্রীদের ভর্তি পরীক্ষা ২০ ডিসেম্বর সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
এনএম/জেডএইচ/এমএস
সর্বশেষ - শিক্ষা
- ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য হলেন আবুল কাসেম ফজলুল হক
- ২ উচ্চশিক্ষার উন্নয়নে প্রকল্পে ধীরগতি, ত্রিপক্ষীয় সভা করবে ইউজিসি
- ৩ চাকরির বয়স দুই বছর না হলে মাদরাসা শিক্ষকের বদলির সুযোগ নেই
- ৪ পাঠ্যবই ছাপাতে পাল্টা পদক্ষেপ এনসিটিবির, বেঁধে দিলো সময়সীমা
- ৫ ২৫ মার্চের আগে বই ছাপা সম্ভব নয় জানিয়ে চিঠি, পরক্ষণে চাইলেন ক্ষমা