ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ব্যবসার চিন্তা ত্যাগের আহ্বান

প্রকাশিত: ০৩:৪১ পিএম, ১০ ডিসেম্বর ২০১৫

জনগণের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করে শিক্ষার্থীদের টিউশন ফিসহ বিভিন্ন ব্যয় নির্ধারণে উদার দৃষ্টিভঙ্গি গ্রহণের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ কনভেনশন হলে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুুষ্ঠানে বক্তৃতাকালে এ আহ্বান জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহকে ব্যবসা ও মুনাফার চিন্তা ত্যাগ করে সেবার মনোভাব নিয়ে জনকল্যাণে শিক্ষাক্ষেত্রে অবদান রাখতে এগিয়ে আসতে হবে।

বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মনোনীত প্রতিনিধি হিসেবে ওই সমাবর্তনে উপস্থিত থেকে নাহিদ  বলেন, যে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় মুনাফার উদ্দেশ্যে তাদের কার্যক্রম শুরু করেছিল, সরকার ইতোমধ্যে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।

তিনি আরো বলেন, যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্যবসা ও প্রতারণার আশ্রয় নিয়ে স্বার্থ হাসিল করতে চাইবে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষামন্ত্রী আরো বলেন, দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ বিপুল সংখ্যক শিক্ষার্থীর উচ্চশিক্ষার সম্ভাবনার যে দ্বার উন্মোচন করেছে, তা সফল করে তুলতে হবে। বর্তমানে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ও শিক্ষার্থী সংখ্যা অনেক বেশি। সরকার সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকারী ছাত্রছাত্রীদের মধ্যে কোনো পার্থক্য করে না। তারা সকলে আমাদের সন্তান, জাতির ভবিষ্যৎ। তাদের সকলের জন্যই আমরা মানসম্মত শিক্ষা ও প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে চাই।

সমাবর্তনে আরো বক্তব্য রাখেন, সমাবর্তন বক্তা অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কে এম মোহসীন, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. মুহম্মদ শহীদুল কাদির পাটোয়ারী প্রমুখ।

এনএম/একে/আরআইপি