অযৌক্তিক রিট প্রত্যাহার ও বিভ্রান্তিমূলক অপপ্রচার বন্ধের দাবি
জাতীয়করণ হওয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে দায়ের করা অযৌক্তিক রিট প্রত্যাহার ও বিভ্রান্তিমূলক অপ্রচার বন্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি।
বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়।
জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বিভিন্ন সমস্যা দ্রুত নিরসন ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষকদের ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা দাবি জানিয়ে বলেন, বিভাগীয় পরীক্ষার মাধ্যমে জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উপজেলা শিক্ষা অফিসার এবং সহকারী শিক্ষকদের সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে পদোন্নতি প্রদানের সুযোগ দিতে হবে।
এছাড়া অন্য দাবিগুলো হলো:
শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা করা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নীতিমালায় ২০ শতাংশ পোষ্য কোটা চালু হওয়ার সময়ের তুলনায় বর্তমানে সদ্য জাতীয়করণকৃত বিদ্যালয়ের শিক্ষকসহ সাবেক সহকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে মোট শিক্ষক সংখ্যা প্রায় দ্বিগুন বৃদ্ধি পাওয়ায় পোষ্য কোটা ২০ শতাংশের স্থলে ৪০ শতাংশ এ উন্নীত করতে হবে।
পাশাপাশি কমিউনিটি ও দ্বিতীয় ধাপের বিদ্যালয় ও গেজেট অনতিবিলম্বে প্রকাশ করতে হবে।
সংগঠনের সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন, শিক্ষক নেতা নূর মুহাম্মাদ পাটোয়ারী, গোলাম খালেক, সামছুল আলম, হাবিবুর রহমান প্রমুখ।
এএস/একে/এমএস
সর্বশেষ - শিক্ষা
- ১ ইউজিসি ঘেরাও করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ
- ২ গুচ্ছ ভর্তি বহাল রাখতে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জরুরি নির্দেশনা
- ৩ শনিবারও বন্ধ থাকবে স্কুল, সাপ্তাহিক ছুটি দুদিনই বহাল
- ৪ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ
- ৫ সরকারি-বেসরকারি স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা জুনে, বার্ষিক নভেম্বরে