৩৮তম বিসিএসে নন ক্যাডারে ১১৩৯ জনকে নিয়োগের সুপারিশ
৩৮তম বিসিএসে উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পাননি তাদের মধ্যে থেকে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে চতুর্থ দফায় ১ হাজার ১৩৯ জনকে দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বৃহস্পতিবার (৩০ জুন) পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত ফল থেকে এ তথ্য জানা যায়।
এ বিষয়ে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ বলেন, ‘৩৮তম বিসিএস থেকে আজ চতুর্থ দফায় দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে মোট ১১৩৯ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।’
৩৮তম বিসিএস থেকে এর আগে তিন দফায় শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ১ হাজার ৭৬৪ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করে পিএসসি।
এদিকে, ৩৮তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদ স্বল্পতায় ৬ হাজার ১৭৩ জন ক্যাডার পদে নিয়োগের সুপারিশ পাননি। তাদের মধ্য থেকে ধাপে ধাপে নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হচ্ছে।
২০২০ সালের ৩০ জুন ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশিত হয়। এতে ২ হাজার ২০৪ জনকে বিভিন্ন পদে ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়। এর মধ্যে সাধারণ ক্যাডারে ৬১৩ জন, সহকারী সার্জন ২২০, ডেন্টাল সার্জন ৭১, বিভিন্ন টেকনিক্যাল ক্যাডারে ৫৩২ এবং শিক্ষায় ৭৬৮ জন ছিলেন।
এমএইচএম/এসএস/জেআইএম
সর্বশেষ - শিক্ষা
- ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য হলেন আবুল কাসেম ফজলুল হক
- ২ উচ্চশিক্ষার উন্নয়নে প্রকল্পে ধীরগতি, ত্রিপক্ষীয় সভা করবে ইউজিসি
- ৩ চাকরির বয়স দুই বছর না হলে মাদরাসা শিক্ষকের বদলির সুযোগ নেই
- ৪ পাঠ্যবই ছাপাতে পাল্টা পদক্ষেপ এনসিটিবির, বেঁধে দিলো সময়সীমা
- ৫ ২৫ মার্চের আগে বই ছাপা সম্ভব নয় জানিয়ে চিঠি, পরক্ষণে চাইলেন ক্ষমা