স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে একশ’ স্কুলে ওয়াশ প্রকল্প
শিখন বান্ধব স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি ও বাল্য বিবাহ বন্ধে দেশের একশ’ মাধ্যমিক বিদ্যালয়ে চালু হচ্ছে জিওবি- ইউনিসেফ ওয়াশ প্রকল্প। কানাডা সরকারের অর্থায়নের বেসরকারি তিনটি সংস্থা এ প্রকল্প বাস্তবায়ন করবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে।
মাউশি সূত্র জানায়, জিওবি- ইউনিসেফ ওয়াশ প্রকল্পের আওতায় কানাডা সরকারের অর্থায়নে ভোলা জেলার সদর ও চরফেশন উপজেলা, জামালপুরের সদর ও সরিষাবাড়ি উপজেলা, কিশোরঞ্জ, নীলফামারি ও খুলনার দাকোপ উপজেলার একশ’ মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রকল্প বাস্তবায়ন করবে। বেসরকরি উন্নয়ন সংস্থা প্লান বাংলাদেশ- ভোলায়, প্রাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ- জামালপুরে এবং কেয়ার বাংলাদেশ- কিশোরগঞ্জ, নীলফামারি ও দাকোপে প্রকল্প বাস্তবায়ন করবে।
মাউশির পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, প্রকল্পের মাধ্যমে স্কুলের শিক্ষক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্যদের প্রশিক্ষণ প্রদান করা হবে। এসব স্কুলে ব্রিগেড গঠনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রশিক্ষণের মাধ্যমে বিদ্যালয়ে পরিচ্ছন্নতা বিষয়ক কর্মকাণ্ড পরিচালিত হবে। ফলে সচেতন হয়ে বিদ্যালয়ে শিখন বান্ধব স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হবে এবং স্কুলে শিক্ষার্থীদের বাল্য বিবাহ কমে আসবে। ৭টি মাধ্যমিক বিদ্যালয়ে ওয়াশ ভিত্তিক অবকাঠামো নির্মাণ করা হবে বলেও জানান তিনি।
এনএম/এসকেডি/পিআর
সর্বশেষ - শিক্ষা
- ১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধে হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব
- ২ সরকারিতে আসনের চারগুণ আবেদন, সাড়া নেই বেসরকারিতে
- ৩ সাত কলেজের ফেল করা শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
- ৪ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণসভা করার নির্দেশ
- ৫ পিএইচডি-এমফিলধারী ২০৬ শিক্ষককে সংবর্ধনা দিলো জমিয়াতুল মোদার্রেছীন