১৫ ডিসেম্বর পর্যন্ত নোট গাইড ছাপাবে না বাপুস
বিনামূল্যের বই ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে তুলে দিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সহযোগিতায় এগিয়ে এসেছে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)। পাঠ্যপুস্তক ছাপার কাজ নিশ্চিত করতে ১৫ ডিসেম্বর পর্যন্ত তারা কোন নোট গাইড বই ছাপাবে না। একই সময়ে তারা এনসিটিবির কাগজ সরবরাহ মিল থেকে কোন কাজ না কেনার সিদ্ধান্ত নিয়েছেন। বাপুস সূত্রে এ তথ্য জানা গেছে।
পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সভাপতি আলমগীর সিকদার জাগো নিউজকে বলেন, জাতির বৃহত্তর স্বার্থে ১৫ দিন এনসিটিবির বই যেসব ছাপাখানায় ছাপা হচ্ছে সেসব প্রতিষ্ঠানে আমাদের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। আজ (মঙ্গলবার) সমিতিরি সকল সদস্যকে নোটিশ দিয়েছি।
এনসিটিবি সূত্র জানায়, আগামী শিক্ষাবর্ষে প্রাক প্রাথমিকে ৩৩ লাখ ৭৩ হাজার ৩৭৩ শিক্ষার্থীর জন্য ৬৫ লাখ ৭৭ হাজার ১৪২টি বই, প্রাথমিকের ২ কোটি ৪৫ লাখ শিক্ষার্থীর জন্য ১০ কোটি ৮৭ লাখ ১৯ হাজার ৯৯৭টি বই এবং মাধ্যমিকের ১ কোটি ১২ লাখ ৩৬ হাজার ১৮ শিক্ষার্থীর জন্য ১৬ কোটি ৩০ লাখ ৪ হাজার ৩৭৩টি বই ছাপা হবে। সব মিলে আগামী শিক্ষাবর্ষের জন্য বই ছাপা হবে ৩৩ কোটি ৩৭ লাখ ৬২ হাজার ৭৬০টি। মোট ৭৭৪টি লটে এ বই ছাপা হবে। সর্বশেষ তথ্য অনুযায়ী মাধ্যমিকের ৯৪ শতাংশ, প্রাথমিকের ৩৯ শতাংশ এবং মাদ্রাসার ৯৪ শতাংশ বই উপজেলা সদর পর্যন্ত পৌঁছে গেছে। বাকি দিনের মধ্যে প্রাথমিক বই ছাপার কাজ শেষ করা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
এ ছাড়া প্রেস মালিকারা অধিক লাভে বিনামূল্যের বই ছাপ বন্ধ করে নোট গাইড ছাপার কাজ করছে। ফলে শঙ্কা আরো বেড়ে যায়। যে কারণে গতকাল (সোমবার) ৯ প্রকাশনা প্রতিষ্ঠানকে তলব করে এনসিটিবি কর্মকর্তারা। এসময় এনসিটিবি কর্মকর্তারা বিনামূল্যের বই ছাপানোর কাজ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপার কাজ বন্ধ রাখার অনুরোধ করেন। তাদের অনুরোধে বাপুস নেতারা নোট গাইড ছাপার কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে এনসিটিবির সদস্য (টেক্সট) অধ্যাপক মিয়া ইনামুল সিদ্দিকী জাগো নিউজকে বলেন, বিনামূলের বই সঠিক সময়ে ছাপার কাজ শেষ করতে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নেতাদের ডেকে ছিলাম। আমরা তাদের বলেছি ১৫ ডিসেম্বর পর্যন্ত এনসিটিবি যেখান থেকে কাগজ ক্রয় করে তারা যেন সেখান থেকে কাগজ ক্রয় না করেন। একই সঙ্গে এনসিটিবির বই ছাপানো প্রেসে তাদের কাজ বন্ধ রাখার অনুরোধ করেছি। তারা আমাদের অনুরোধ রাখার প্রতিশ্রুতি দিয়েছে।
এনএম/জেডএইচ/পিআর
সর্বশেষ - শিক্ষা
- ১ ইউজিসি ঘেরাও করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ
- ২ গুচ্ছ ভর্তি বহাল রাখতে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জরুরি নির্দেশনা
- ৩ শনিবারও বন্ধ থাকবে স্কুল, সাপ্তাহিক ছুটি দুদিনই বহাল
- ৪ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ
- ৫ সরকারি-বেসরকারি স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা জুনে, বার্ষিক নভেম্বরে