সরকারি হাইস্কুলে অনলাইন ভর্তির উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
ঢাকা মহাগনরীসহ (চট্টগ্রাম মহানগর ছাড়া) বিভাগীয় ও জেলা সদরের সরকারি হাইস্কুলে ভর্তির জন্য অনলাইনে আবেদন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার সকাল ১০টায় ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহাগনরীসহ (চট্টগ্রাম মহানগর ছাড়া) দেশের বিভাগীয় ও জেলা সদরের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৬ শিক্ষাবর্ষে অনলাইনে শিক্ষাথী ভর্তি কার্যক্রম আগামীকাল সকাল ১০টায় আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তাথ্য প্রযুক্তিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হলিম।
প্রসঙ্গত, সোমবার রাত ১২টা ১মিনিট থেকে আবেদন শুরু হওয়ার কথা ছিল। উদ্বোধনী অনুষ্ঠান করার জন্য আবেদনের সময় পেছানো হয়েছে বলে নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী ১৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট আবেদন করা যাবে।
এনএম/এসকেডি/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ ইউজিসি ঘেরাও করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ
- ২ গুচ্ছ ভর্তি বহাল রাখতে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জরুরি নির্দেশনা
- ৩ শনিবারও বন্ধ থাকবে স্কুল, সাপ্তাহিক ছুটি দুদিনই বহাল
- ৪ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ
- ৫ সরকারি-বেসরকারি স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা জুনে, বার্ষিক নভেম্বরে