পিএসসির শেষ দিনে অনুপস্থিত দেড় লক্ষাধিক
প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীর (পিএসসি) পরীক্ষায় শেষ দিনে এক লাখ ৫৩ হাজার ৩৩৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। প্রাথমিকে সাতজন পরীর্ক্ষাথীকে বহিষ্কার করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সোমবার প্রাথমিকে এবং ইবতেদায়িতে বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিকে ২৯ লাখ ৫০ লাখ ৯২৮ জন পরীক্ষার্থীর মধ্যে এক লাখ ৫৩ হাজার ১৫৮ জন অনুপস্থতি ছিল। শতকরা হিসেবে এ হার তিন দশমকি ৭৮ ভাগ। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৫৮ হাজার ৩২৭ জন এবং ছাত্রী ৫৩ হাজার ১৫৮ জন। তিন জন ছাত্র ও চার জন ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে।
অপরদিকে, ইবতেদায়িতে ৩ লাখ ৬ হাজার ১৯৩ জন পরীর্ক্ষাথীর মধ্যে ৪১ হাজার ৮৮৪ জন অনুপস্থিত ছিল। শতকরা হিসেবে এ হার ১৩ দশমকি ৬৭ ভাগ। অনুপস্থিত পরীর্ক্ষাথীদের মধ্যে ছাত্র ২৫ হাজার ৪১৬ জন এবং ১৬ হাজার ৪৩২ জন ছাত্রী।
প্রসঙ্গত, উভয় পরীক্ষায় মোট ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন পরীর্ক্ষাথী অংশ নেয়ার জন্য নিবন্ধন করে।
এনএম/এসকেডি/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ পেছনের শিক্ষাক্রমে ফেরার লড়াই প্রাথমিক-মাধ্যমিকের শিক্ষার্থীদের
- ২ ইউজিসি ঘেরাও করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ
- ৩ গুচ্ছ ভর্তি বহাল রাখতে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জরুরি নির্দেশনা
- ৪ শনিবারও বন্ধ থাকবে স্কুল, সাপ্তাহিক ছুটি দুদিনই বহাল
- ৫ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ