ইউজিসিতে ম্যাককোয়ার বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের সঙ্গে মতবিনিময় করেছেন অস্ট্রেলিয়ার ম্যাককোয়ার বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল। রোববার ইউজিসি চেয়ারম্যানের কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইউজিসি সূত্র জানায়, মতবিনিময় সভায় অস্ট্রেলিয়ার ম্যাককোয়ার বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা ইউজিসির সাথে একটি এমওইউ চুক্তি সম্পাদন করতে আগ্রহ প্রকাশ করেন।
তারা জানান, বাংলাদেশি শিক্ষার্থীদের আরো অধিক সংখ্যক বৃত্তি প্রদানের সুযোগ রয়েছে অস্ট্রেলিয়ায়।
এসময় ইউজিসি চেয়ারম্যান প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং তাদের প্রস্তাবিত বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, ইউজিসি সচিব ড. মো. খালেদ। অস্ট্রেলিয়া ম্যাক কোয়েরি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলে ছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম, সাউথ এশিয়া সিনিয়র কান্ট্রি ম্যানেজার তানভীর শাহেদ প্রমুুখ।
এনএম/এসকেডি/আরআইপি
সর্বশেষ - শিক্ষা
- ১ প্রত্যন্ত অঞ্চলেও ভালো অবকাঠামো ও গ্র্যাজুয়েট শিক্ষক দিচ্ছে সরকার
- ২ ষষ্ঠ-সপ্তমের নতুন পাঠ্যবই মিলবে জানুয়ারির প্রথমদিকেই
- ৩ মাউশির ৮ আঞ্চলিক কার্যালয়ে নতুন উপ-পরিচালক
- ৪ জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স দ্বিতীয় বর্ষে পরীক্ষা শুরু ২ জানুয়ারি
- ৫ আওয়ামী লীগের ১২ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে ‘সত্যানুসন্ধান কমিটি’