১ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা
আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবারের এসএসসি পরীক্ষা। শেষ হবে ৮ মার্চ। প্রতিদিন বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। রোববার এ সূচি প্রকাশ করা হয়েছে। ঢাকা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত সূচি অনুযায়ী, ১ ফেব্রুয়ারি বাংলা (আবশ্যিক) ১ম পত্র, সহজ বাংলা ১ম পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি ১ম পত্র। ৩ ফেব্রুয়ারি বাংলা (আবশ্যিক) ১ম পত্র, সহজ বাংলা ২য় পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি ২য় পত্র। ৭ ফেব্রুয়ারি ইংরেজি (আবশ্যিক) ১ম পত্র। ৯ ফেব্রুয়ারি ইংরেজি (আবশ্যিক) ২য় পত্র। ১১ ফেব্রুয়ারি ইসলাম ও নৈতিক শিক্ষা/ ইসলাম শিক্ষা, হিন্দু ও নৈতিক শিক্ষা/ হিন্দু ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা/ বৌদ্ধ ধর্ম শিক্ষা, খ্রিষ্ট ও নৈতিক ধর্ম শিক্ষা/খ্রিষ্ট ধর্ম। ১৪ ফেব্রুয়ারি পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ইতিহাস, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসায় পরিচিতি। ১৬ ফেব্রুয়ারি ভূগোল ও পরিবেশ/ ভূগোল, ব্যাণিজ্যিক ভূগোল। ১৮ ফেব্রুয়ারি রসায়ন (তত্ত্বীয়), পৌরনীতি ও নাগরিক/ পৌরনীতি, ব্যবসায় উদ্যোগ। ২৩ ফেব্রুয়ারি গণিত (আবশ্যিক)। ২৫ ফেব্রুয়ারি জীব বিজ্ঞান (তত্ত্বীয়), অর্থনীতি। ২৮ ফেব্রুয়ারি বিজ্ঞান/ সাধারণ বিজ্ঞান, উচ্চতর গণিত (তত্ত্বীয়)। ১ মার্চ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সামাজিক বিজ্ঞান। ৩ মার্চ হিসাববিজ্ঞান। ৬ মার্চ শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধূলা। ৮ মার্চ বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা ও সাহিত্য, গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), গার্হস্থ্য অর্থনীতি (তত্ত্বীয়), কৃষি শিক্ষা (তত্ত্বীয়), সঙ্গীত (তত্ত্বীয়)।
ব্যবহারিক পরীক্ষার সময়সূচি- সঙ্গীত ৯ মার্চ এবং বেসিক ট্রেডসহ সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ১০ মার্চ হতে ২১ মার্চ প্রতিদিন সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, এবারই প্রথম বারের মতো বিকেলে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এনএম/এসএইচএস/পিআর
সর্বশেষ - শিক্ষা
- ১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধে হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব
- ২ সরকারিতে আসনের চারগুণ আবেদন, সাড়া নেই বেসরকারিতে
- ৩ সাত কলেজের ফেল করা শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
- ৪ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণসভা করার নির্দেশ
- ৫ পিএইচডি-এমফিলধারী ২০৬ শিক্ষককে সংবর্ধনা দিলো জমিয়াতুল মোদার্রেছীন