ন্যাশনাল আইডিয়াল স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তি লটারি অনুষ্ঠিত
ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখায় প্রথম শ্রেণিতে ভর্তি লটারি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় স্কুল মিলনায়তনে এ লটারি অনুষ্ঠিত হয়। লটারিতে বিজয়ীদের ২৯ নভেম্বর থেকে ভর্তি করা হবে। স্কুল সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, লটারি পরিচালনা করেন স্কুলের প্রধান শিক্ষক মো. সহিদুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. খায়রুল ইসলাম, স্কুলের বনশ্রী শাখার পরিচালক শেখ মো. ফরিদ আহমেদ, মহিউদ্দিন আহমেদ, আবুল হোসেন মোল্লা প্রমুখ। লটারি অনুষ্ঠান উপলক্ষে সকাল থেকেই স্কুলের সামনে অসংখ্য নারী-পুরষ ভিড় করেন। অনেকে সাথে করে সন্তানকেও নিয়ে আসেন। লটারিতে বিজয়ীরা আনন্দে উল্লাসে ফেটে পড়েন। তবে লটারির মাধ্যমে পছন্দের স্কুলে সন্তানকে ভর্তি না করতে পেরে অনেকেই হতাশা নিয়ে ফিরে গেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সহিদুল্লাহ বলেন, সরকারি নীতিমালা অনুযায়ি সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় সবার সামনে লটারি করে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করেছি। প্রথম শ্রেণিতে ১৫০ ছাত্র ভর্তির বিপরিতে ৪২৪ জন এবং ১২০ জন ছাত্রী আসনের বিপরিতে ৪১১ জন আবেদন করে। ২৯ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত ভর্তি করা হবে। এর মধ্যে কেউ ভর্তি না হলে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি করা হবে।
এনএম/এআরএস/পিআর
সর্বশেষ - শিক্ষা
- ১ বুয়েটে প্রাক-নির্বাচনীতে যোগ্যদের তালিকা প্রকাশ, নির্বাচিত ২৪২০৫
- ২ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরছে ভর্তি পরীক্ষা, বদলে যাচ্ছে পদ্ধতিও
- ৩ এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিকসহ সব ছুটি বাতিল
- ৪ ‘শিক্ষা ক্যাডার’ বাতিলের পরিকল্পনা থেকে সরে না এলে কঠোর কর্মসূচি
- ৫ পেছনের শিক্ষাক্রমে ফেরার লড়াই প্রাথমিক-মাধ্যমিকের শিক্ষার্থীদের