আইডিয়াল স্কুলে ভর্তি আবেদনের সময় বৃদ্ধি
ইন্টারনেটে ধীরগতির কারণে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার বিভিন্ন শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।বৃহস্পতিবার এক নোটিশে এ কথা জানায় স্কুল কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ স্বাক্ষরিত নোটিশে বলা হয়, ‘সম্মানিত আবেদনকারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত কয়েকদিন যাবত ইন্টারনেটের ধীর গতির কারণে ২০১৬ সালের অত্র স্কুলের বিভিন্ন শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময়সীমা ২৭/১১/১৫ তারিখ হতে বৃদ্ধি করে ৩০/১১/১৫ পর্যন্ত করা হলো।
প্রথম শ্রেণির ভর্তি ফরম জমার তারিখ ২৯/১১/১৫ এর পরিবর্তে ১/১২/১৫ তারিখ দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারণ করা হলো।’
এসএইচএস/এএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধে হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব
- ২ সরকারিতে আসনের চারগুণ আবেদন, সাড়া নেই বেসরকারিতে
- ৩ সাত কলেজের ফেল করা শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
- ৪ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণসভা করার নির্দেশ
- ৫ পিএইচডি-এমফিলধারী ২০৬ শিক্ষককে সংবর্ধনা দিলো জমিয়াতুল মোদার্রেছীন