কওমি মাদরাসার পরীক্ষা পেছাল
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে কওমি মাদরাসার দাওরা পরীক্ষা তিনদিন পেছানো হয়েছে। পূর্ব নির্ধারিত ৩১ মার্চের পরিবর্তে এ পরীক্ষা শুরু হবে আগামী ৩ এপ্রিল থেকে। মঙ্গলবার (৩০ মার্চ) বেফাকের প্রশাসনিক কর্মকর্তা মো. আবুল কাশেম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড ও সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ৩ এপ্রিল শুরু হয়ে এ পরীক্ষা চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত।’
তিনি আরও বলেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী আমাদের মাদরাসা বন্ধ আছে। তবে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়া হবে। গ্রহণযোগ্য ওযরের কারণে যারা এ মুহূর্তে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, মাদরাসার প্রত্যয়ন সাপেক্ষে আল-হাইআতুল উলয়া তাদের জন্য পরবর্তীতে পরীক্ষার ব্যবস্থা করবে।’
এর আগে গতকালই (সোমবার) কওমি মাদরাসাসহ সকল প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাসহ ১৮ দফা নির্দেশনা দেয় সরকার। এতে ১৬ নম্বর নির্দেশনায় বলা আছে, সশরীরে উপস্থিত হতে হয় এমন যেকোনো ধরনের গণপরীক্ষার ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।
এমএইচএম/ইএ
সর্বশেষ - শিক্ষা
- ১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধে হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব
- ২ সরকারিতে আসনের চারগুণ আবেদন, সাড়া নেই বেসরকারিতে
- ৩ সাত কলেজের ফেল করা শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
- ৪ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণসভা করার নির্দেশ
- ৫ পিএইচডি-এমফিলধারী ২০৬ শিক্ষককে সংবর্ধনা দিলো জমিয়াতুল মোদার্রেছীন