হরতালে শান্তিপূর্ণভাবে চলছে ডিগ্রি পরীক্ষা
জামায়াতের ডাকা হরতালের মধ্যে দুপুর ১টায় শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি (পাস) ১ম বর্ষের পরীক্ষা। হরতালের মধ্যে পরীক্ষা চললেও কোথাও কোন অপ্রীতিকার ঘটনার খবর পাওয়া যায়নি। তবে অনেকেই শঙ্কা নিয়ে পরীক্ষার হলে উপস্থিত হয়েছেন বলে জানা গেছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী আজ সোমবার ডিগ্রি ১ম বর্ষের গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে । দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরীক্ষা চলবে।
তবে একই দিন মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের প্রতিবাদে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডাকে দলটি। হরতালের মধ্যেও পরীক্ষা নিতে অনড় রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের সেশনজট নিরসনে ঘোষিত ক্রাশপ্রোগ্রাম অনুযায়ী সব পরীক্ষা নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হচ্ছে। রোববার এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন ।
সারা দেশে ৬৮৩টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষায় অংশ নেয়ার জন্য ১ হাজার ৭৩৩টি কলেজের ২ লাখ ১৪ হাজার ৭৩ জন শিক্ষার্থী ফরম পূরণ করে।
খোঁজ নিয়ে জানা গেছে, হরতালের মধ্যে সরকারের কঠোর নিরাপত্তার কারণে সারাদেশে শান্তিপূর্ণভাবেই পরীক্ষা চলছে। তবে জামায়াত অধ্যুষিত এলাকার পরীক্ষার্থীরা চোরাগুপ্তা হামলার আশঙ্কা নিয়েই পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়েছেন। হরতালের কারণে বিভিন্ন জেলার পরীক্ষার্থীদের পরীক্ষার হলে পৌঁছার জন্য যানবাহন সঙ্কটেও পড়তে হয়েছে।
প্রসঙ্গত, মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে মামলার রিভিউ রায়ে মুজাহিদের ফাঁসির আদেশ বহাল রাখায় গত ১৯ নভেম্বর পরীক্ষার প্রথম দিন হরতাল ডেকেছিল জামায়াত। ওই দিনও পরীক্ষা শান্তিপূর্ণভাবে সারাদেশে শেষ হয়েছে।
এনএম/এআরএস/এমএস
সর্বশেষ - শিক্ষা
- ১ ইউজিসি ঘেরাও করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ
- ২ গুচ্ছ ভর্তি বহাল রাখতে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জরুরি নির্দেশনা
- ৩ শনিবারও বন্ধ থাকবে স্কুল, সাপ্তাহিক ছুটি দুদিনই বহাল
- ৪ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ
- ৫ সরকারি-বেসরকারি স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা জুনে, বার্ষিক নভেম্বরে