কারিগরি বোর্ডের নবম শ্রেণির সোমবারের পরীক্ষা ২৯ নভেম্বর
জামায়াতের ডাকা হরতালের কারণে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আগামীকাল সোমাবারের এসএসসি/দাখিল কোর্সের (ভোকেশনাল) নবম শ্রেণির সমাপনী পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষা ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। কারিগরি বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
কারিগরি বোর্ডের সূত্র জানায়, জামায়াতের কারণে আগামীকাল সোমবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ দিনের পরীক্ষা ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ব্যবহারিক পরীক্ষাও পেছানো হয়েছে। এ পরীক্ষা ২৯ নভেম্বর শুরু হবে। ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।
প্রসঙ্গত, এর আগে জামায়াতের ডাকা হরতালের কারণে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১৯ নভেম্বরের পরীক্ষা স্থগিত করা হয়। ওইদিনের স্থগিত পরীক্ষা ২৫ নভেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ১২ নভেম্বরের পরীক্ষাও অনিবার্য কারণে পরিবর্তন করা হয়েছিল। ওই দিনের পরীক্ষা আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় গত ১ নভেম্বর থেকে সারাদেশে ৯০৫টি কেন্দ্রে এক লাখ ২৬ হাজার ১৬ শিক্ষার্থী অংশ নিচ্ছে।
এনএম/এসকেডি/পিআর
সর্বশেষ - শিক্ষা
- ১ পেছনের শিক্ষাক্রমে ফেরার লড়াই প্রাথমিক-মাধ্যমিকের শিক্ষার্থীদের
- ২ ইউজিসি ঘেরাও করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ
- ৩ গুচ্ছ ভর্তি বহাল রাখতে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জরুরি নির্দেশনা
- ৪ শনিবারও বন্ধ থাকবে স্কুল, সাপ্তাহিক ছুটি দুদিনই বহাল
- ৫ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ