ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

বিশ্ববিদ্যালয়ের সবাইকে টিকা নেয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:১৪ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২১

বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীকে করোনাভাইরাসের টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কোভিড সেন্টারে টিকা নেয়ার পর তিনি এ আহ্বান জানান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের সবাইকে দ্রুত করোনাভাইরাসের টিকার নিবন্ধনের আওতায় আনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের অনুরোধ জানান। এছাড়া তিনি উচ্চশিক্ষা পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে দ্রুততম সময় ও যথাযথভাবে টিকাদান কর্মসূচি হাতে নেয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইউজিসি চেয়ারম্যানের পর করোনার টিকা নেন কমিশনের সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. মো. আবু তাহের, সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান এবং কমিশনের পরিচালকবৃন্দ। এছাড়া, ইউজিসি চেয়ারম্যান, সদস্য ও পরিচালকবৃন্দের সহধর্মিণীরাও টিকা নিয়েছেন।

এমএইচএম/এমএসএইচ/এএসএম