বৃহস্পতিবার ডিগ্রি পরীক্ষা অনুষ্ঠিত হবে
বৃহস্পতিবার জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের মধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ১ম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম জানান, বৃহস্পতিবার থেকে সারা দেশে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীদের প্রথমবর্ষ ডিগ্রি পাস কোর্সের পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষার দিন হরতাল থাকলেও যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকে পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে। জরুরি প্রয়োজনে ৯২৯১০৩৮, ৯২৯১০১৭ বা ফাক্স ৯২৯১০৪৪ ও ই-মেইল [email protected] যোগাযোগ করা যাবে।
প্রসঙ্গত, এবার ১৭৩৩টি কলেজের ২ লাখ ১৪ হাজার ৭৩ জন পরীক্ষার্থী ৬৮৩টি কেন্দ্রে অংশগ্রহণ করবে। প্রতিদিন দুপুর ১টা থেকে পরীক্ষা শুরু হবে।
একে/আরআইপি
সর্বশেষ - শিক্ষা
- ১ ইউজিসি ঘেরাও করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ
- ২ গুচ্ছ ভর্তি বহাল রাখতে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জরুরি নির্দেশনা
- ৩ শনিবারও বন্ধ থাকবে স্কুল, সাপ্তাহিক ছুটি দুদিনই বহাল
- ৪ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ
- ৫ সরকারি-বেসরকারি স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা জুনে, বার্ষিক নভেম্বরে