মতিঝিল আইডিয়াল স্কুলে ভর্তি আবেদন শুরু বুধবার
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় ভর্তির জন্য আগামীকাল বুধবার থেকে অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ ২৭ নভেম্বর।
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শাহানা আক্তার জাগো নিউজকে বলেন, বুধবার থেকে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণিতে ভর্তির জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। আগামী ২৭ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
তবে এ বছর প্রতিষ্ঠানের মূল ক্যাম্পাস মতিঝিলে ষষ্ঠ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি নেয় হবে না্। তবে বনশ্রী ও মুগদা শাখায় ষষ্ঠ শ্রেণিতে ভর্তি নেয় হবে। আর জেএসসি পরীক্ষা ফল প্রকাশের পরে নবম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এনএম/জেডএইচ/এমএস
সর্বশেষ - শিক্ষা
- ১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধে হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব
- ২ সরকারিতে আসনের চারগুণ আবেদন, সাড়া নেই বেসরকারিতে
- ৩ সাত কলেজের ফেল করা শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
- ৪ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণসভা করার নির্দেশ
- ৫ পিএইচডি-এমফিলধারী ২০৬ শিক্ষককে সংবর্ধনা দিলো জমিয়াতুল মোদার্রেছীন