সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির তারিখ নির্ধারণে বৈঠক আজ
ঢাকার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য ক্যাচমেন্ট (সেবা) এলাকা নির্ধারণ ও ভর্তির ফরম বিতরণের তারিখ নির্ধারণসহ অনলাইনে ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য সভা ডেকেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। আজ (মঙ্গলবার) বেলা ১১টায় মাউশির সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। মাউশি সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, সরকারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয় ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ কোঠা সংরক্ষনণ করেছে। এ জন্য ক্যাচমেন্ট এলাকা নির্ধারণ নিয়ে যাতে জটিলতা তৈরি না হয় এবং ভর্তির জন্য ফরম বিতরণের তারিখ নির্ধারণের জন্য বৈঠক ডাকা হয়েছে।
বৈঠকে মাউশির মহাপরিচালক অধ্যাপক ফাহিম খাতুন সভাপতিত্ব করবেন। সভায় রাজধানীর ৩৩টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন মাউশির মাধ্যমিক শাখার উপ-পরিচালক একেএম মোস্তফা কামাল।
এনএম/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ ইউজিসি ঘেরাও করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ
- ২ গুচ্ছ ভর্তি বহাল রাখতে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জরুরি নির্দেশনা
- ৩ শনিবারও বন্ধ থাকবে স্কুল, সাপ্তাহিক ছুটি দুদিনই বহাল
- ৪ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ
- ৫ সরকারি-বেসরকারি স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা জুনে, বার্ষিক নভেম্বরে