প্রিয় শিক্ষকের স্মরণে শোকসভা ও দোয়া
মাদারীপুরের কালকিনি উপজেলার খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষক এস এম আলী আজগর স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে শোকসভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক জাকির হোসেন রাজু।
শোকসভা পরিচালনা করেন সাবেক শিক্ষার্থী ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য মনোয়ার হোসেন খোকন, কথাসাহিত্যিক ও গণমাধ্যমকর্মী এহসান মাহমুদ।
সূচনা বক্তব্য দিয়ে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান সাবেক শিক্ষার্থী সাংবাদিক বাদল খান। আলোচনায় অংশ নেন প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থীরা।
প্রিয় শিক্ষককে নিয়ে স্মৃতিচারণ করেন- ব্যবসায়ী আবদুস ছালাম, কাজি আবদুর রাজ্জাক, হাঁসাড়াকালি কিশোর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. জামাল উদ্দিন, লিথী গ্রুপের পরিচালক মুনির জামান, সরকারি টঙ্গী কলেজের সহযোগী অধ্যাপক মো. সারোয়ার হোসেন, ব্যবসায়ী মো. মশিউল আলম ফরহাদ, আবুল কালাম আজাদ, সরকারি কর্মকর্তা রেজাউল করিম রাজু, রাজনীতিবিদ বাবুল আকন, যুবলীগ নেতা নজরুল ইসলাম মনির, সেলিম আজাদ, ব্যাংকার সালাহউদ্দিন রোকন, আইনজীবী সাঈদ হাসান মেনন, সুকান্ত মাঝি, কামাল খান, মাসুদ আলম, রাহিদুল ইসলাম, রাসেল মাহমুদ প্রমুখ।
এস এম আলী আজগরের কর্মময় জীবনের ওপর স্মৃতিচারণ করেন তাঁর ছেলে নুরুল ইসলাম রুবেল। তিনি বাবার জন্য শোকসভা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। শোকসভায় শিক্ষার্থীরা ছাড়াও সদ্য প্রয়াত শিক্ষকের পরিবার ও আত্মীয়রা উপস্থিত ছিলেন।
শোকসভায় বক্তারা বলেন, ‘একজন স্কুলশিক্ষক হয়েও এস এম আলী আজগর সাধারণ ছাত্র-ছাত্রীদের সঙ্গেই থেকেছেন। শিক্ষকতার বাইরে গিয়েও তিনি হয়ে উঠেছিলেন অভিভাবক ও বন্ধুর মতো বিশ্বস্ত। তিনি যেমন বিষয়ভিত্তিক শ্রেণিপাঠে অগ্রভাগে ছিলেন; তেমনই ছাত্র-ছাত্রীদের মানবিক গুণাবলি তৈরিতেও সক্রিয় ছিলেন।’
সাবেক শিক্ষার্থীরা স্মৃতিচারণে আরও বলেন, ‘সমাজকর্মী হিসেবেও অসাম্প্রদায়িক চেতনার মানুষটির জীবনাচার ভবিষ্যৎ প্রজন্মের আদর্শ হতে পারে।’
উল্লেখ্য, গত ৫ নভেম্বর বার্ধক্যজনিত কারণে পৃথিবীর মায়া ত্যাগ করেন এস এম আলী আজগর।
এসইউ/এমএস