৫৫৩ জন প্রভাষকের চাকরি স্থায়ী করা হয়েছে
বিসিএস শিক্ষাক্যাডারের ৫৫৩ জন প্রভাষকের চাকরি স্থায়ী করা হয়েছে। সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) তালিকার অনুলিপি প্রভাষকদের কর্মস্থলের অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে। মাউশি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ৫৫৩ জন প্রভাষকের দুই বছরের এসিআর, বুনিয়াদী প্রশিক্ষণ ও বিভাগীয় পরীক্ষা পাসের তথ্য পর্যালোচনা করে চাকরি স্থায়ীকরণ করা হয়েছে। তালিকা কোন ভুল তথ্য থাকলে তা সংশোধনের জন্য ১০ নভেম্বরের মধ্যে সহকারী পরিচালক (কলেজ-২) ইমেইল করার জন্য বলা হয়েছে।
এনএম/জেডএইচ/পিআর
সর্বশেষ - শিক্ষা
- ১ বুয়েটে প্রাক-নির্বাচনীতে যোগ্যদের তালিকা প্রকাশ, নির্বাচিত ২৪২০৫
- ২ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরছে ভর্তি পরীক্ষা, বদলে যাচ্ছে পদ্ধতিও
- ৩ এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিকসহ সব ছুটি বাতিল
- ৪ ‘শিক্ষা ক্যাডার’ বাতিলের পরিকল্পনা থেকে সরে না এলে কঠোর কর্মসূচি
- ৫ পেছনের শিক্ষাক্রমে ফেরার লড়াই প্রাথমিক-মাধ্যমিকের শিক্ষার্থীদের