ঢাবি উপাচার্যের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নব-নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত এএইচএন সুং-তো। সোমবার উপাচার্যের কার্যালয়ে তিনি ঢাবি উপাচার্যের সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তাঁরা দ্বি-পাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি বিশেষ করে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন।
এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটে ‘কোরিয়ান ভাষা বিভাগ’ প্রতিষ্ঠার সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়। এসময় তারা দু’দেশের মধ্যে সাংস্কৃতিক দল বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। বৈঠককালে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কোরিয়ার বিভিন্ন উচ্চ-শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়েও মত বিনিময় করা হয়। পরে রাষ্ট্রদূত ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল চত্বরে ‘বুদ্ধমূর্তি’ পরিদর্শন করেন।
এমএইচ/এসএইচএস/পিআর