ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

ননএমপিও শিক্ষকদের গণসংহতি সমাবেশ রোববার

প্রকাশিত: ০১:০০ পিএম, ০৭ নভেম্বর ২০১৫

আমরণ অনশন ও অবস্থান কর্মসূচির পর গণসংহতি সমাবেশের ঘোষণা দিয়েছেন ননএমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

এমপিওভুক্তির দাবিতে রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করবেন তারা।

শনিবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. এশারত আলী ও সাধারণ সম্পাদক তাপস কুমার ক্ন্ডুু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পিওভুক্তির দাবিতে রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে গণসংহতি সমাবেশ পালন করা হবে।

গণসংহতি সমাবেশে দেশের সচেতন নাগরিকদের উপস্থিত হয়ে সমর্থন জানানোর আহ্বান জানান তারা। একই সঙ্গে দেশের সকল ননএমপিও শিক্ষক ও কর্মচারীর কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তির মাধ্যমে।

এর আগে একই দাবিতে ২৬ থেকে ২৭ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে ও ২৮ থেকে ২৯ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষক-কর্মচারীরা। ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি পালন করেন। এসময় বেশ কয়েকজন শিক্ষক ও কর্মচারী অসুস্থ হয়ে পড়েন। পরে বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদের অনুরোধে অনশন কর্মসূচি সাময়িক প্রত্যাহার করেন।

৫ নভেম্বর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। কিন্তু শিক্ষকরা এ কর্মসূচি পালন করলেও সরকারের সাড়া মিলছে না।

এনএম/একে/আরআইপি