ঢাবি প্রযুক্তি ইউনিটে ভর্তি প্রক্রিয়া শুরু সোমবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীন ইঞ্জিনিয়ারিং কলেজ এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট/কলেজ সমূহের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং-এর প্রযুক্তি ইউনিটে অনলাইনের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ৯ নভেম্বর সোমবার থেকে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ওইদিন দুপুর ১টায় কেন্দ্রীয় ভর্তি অফিসে অনলাইনে প্রযুক্তি ইউনিটের ভর্তি প্রক্রিয়ার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।
২০১৫ সালে বাংলাদেশের যে কোন শিক্ষাবোর্ড/কারিগরি শিক্ষাবোর্ড থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক/এইচএসসি (ভোকেশনাল) বা সমমান/এ-লেভেল পাস প্রার্থী দরখাস্ত করতে পারবে। প্রার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/ সমমান পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএদ্বয়ের যোগফল ন্যূনতম ৬.০ হতে হবে। ভর্তি প্রক্রিয়া শেষ হবে আগামী ২৫ নভেম্বর বুধবার। এ সময়ের মধ্যে অনলাইনে (http://admission.eis.du.ac.bd) প্রযুক্তি ইউনিটের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন ফি ৫০০ টাকা।
ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। ১২০ নম্বরের ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ১ ঘণ্টা ২০ মিনিট। ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে (http://admission.eis.du.ac.bd) ভর্তির সাধারণ নিয়মাবলী ও ভর্তির নির্দেশিকা পাওয়া যাবে।
উল্লেখ্য, জীববিজ্ঞান অনুষদের অন্তর্গত গার্হস্থ্য অর্থনীতি কলেজসমূহের ভর্তি প্রক্রিয়া গত শিক্ষাবর্ষ থেকে শুরু হয়েছে। এ শিক্ষাবর্ষে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
এমএইচ/জেডএইচ/এমএস
সর্বশেষ - শিক্ষা
- ১ বুয়েটে প্রাক-নির্বাচনীতে যোগ্যদের তালিকা প্রকাশ, নির্বাচিত ২৪২০৫
- ২ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরছে ভর্তি পরীক্ষা, বদলে যাচ্ছে পদ্ধতিও
- ৩ এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিকসহ সব ছুটি বাতিল
- ৪ ‘শিক্ষা ক্যাডার’ বাতিলের পরিকল্পনা থেকে সরে না এলে কঠোর কর্মসূচি
- ৫ পেছনের শিক্ষাক্রমে ফেরার লড়াই প্রাথমিক-মাধ্যমিকের শিক্ষার্থীদের