রেসিডেন্সি কোর্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ভর্তি পরীক্ষা গ্রহণের ১৫ ঘণ্টার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মার্চ-২০১৬ শিক্ষাবর্ষে রেসিডেন্সি প্রোগ্রাম ফেইজ এ -এর ফলাফল প্রকাশ করা হয়েছে। বিএসএমএমইউ জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত মজুমদার শুক্রবার রাত আড়াইটায় এ খবরের সত্যতা নিশ্চিত করেন।
ঘোষিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmmu.edu.bd) পাওয়া যাবে। শুক্রবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী বছরের মার্চ, ২০১৬ শিক্ষাবর্ষে মোট চারটি অনুষদের নয়শ’ ৫৯টি আসনের বিপরীতে মোট ৭ হাজার একশ’৬২ জন পরীক্ষার্থী আবেদন করেন। তন্মধ্যে মেডিসিন অনুষদে চারশ’ ১৩টি আসনের বিপরীতে ৩ হাজার দুইজন, সার্জারি অনুষদে চারশ’ আসনের বিপরীতে ২ হাজার সাতশ’ ৫৩ জন, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদে ১১১ আসনের বিপরীতে এক হাজার ৪৭ জন এবং ডেনটিস্ট্রি অনুষদে ৩৫টি আসনের বিপরীতে তিনশ’ ৬০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়ার জন্য আবেদন করেন। অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ হাজার নয়শ’ ৮৯ জন এবং অনুপস্থিত ১৭৩ জন।
এদিকে ভর্তি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছভাবে সম্পন্ন হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. কামরুল হাসান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. মো. রুহুল আমিন মিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দলাল, পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইফতেখার আলমসহ বিশ্ববিদ্যালয়ের ডীনবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।
এমইউ/জেডএইচ/এমএস
সর্বশেষ - শিক্ষা
- ১ দেশের শিক্ষাব্যবস্থা এমন চাকরি ছাড়া কিছুই ভাবতে দিচ্ছে না
- ২ পাঠ্যবইয়ে ত্রুটি, আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর ছোট ভাইকে শোকজ
- ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধে হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব
- ৪ সরকারিতে আসনের চারগুণ আবেদন, সাড়া নেই বেসরকারিতে
- ৫ সাত কলেজের ফেল করা শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা