অনলাইনে মাদরাসা শিক্ষকদের এমপিও আবেদন স্থগিত
সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে মাদরাসা শিক্ষকদের এমপিও আবেদন গ্রহণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে মাদরাসা শিক্ষা অধিদফতর। সফটওয়্যারে ইন্টারনেট সংযোগ প্রতিস্থাপনে কাজ চলায় এ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ আছে।
তাই পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত মেমিস সফটওয়্যারের মাধ্যমে আবেদন না করতে শিক্ষক-কর্মচারীদের বলেছেন মাদরাসা শিক্ষা অধিদফতর।
বৃহস্পতিবার (১ অক্টোবর) অধিদফতর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অধিদফতর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদরাসা শিক্ষা অধিদফতরের মেমিস প্রকল্পের সফটওয়্যারে বিটিসিএলের ইন্টারনেট সংযোগ প্রতিস্থাপনের কাজ চলছে। ফলে, মেমিস সফটওয়্যারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। তাই, পরবর্তী নিদের্শনা না দেয়া পর্যন্ত মেমিস সফটওয়্যারের মাধ্যমে সব ধরনের আবেদন করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
এমএইচএম/এএইচ/জেআইএম
সর্বশেষ - শিক্ষা
- ১ শনিবারও বন্ধ থাকবে স্কুল, সাপ্তাহিক ছুটি দুদিনই বহাল
- ২ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ
- ৩ সরকারি-বেসরকারি স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা জুনে, বার্ষিক নভেম্বরে
- ৪ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য হলেন আবুল কাসেম ফজলুল হক
- ৫ উচ্চশিক্ষার উন্নয়নে প্রকল্পে ধীরগতি, ত্রিপক্ষীয় সভা করবে ইউজিসি