ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১০ম সমাবর্তন বৃহস্পতিবার
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১০ম সমাবর্তন আগামীকাল বৃহস্পতিবার। বিকাল ২টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তনকে কেন্দ্র করে বেসরকারি এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৈয়দ আন্দালিব। সমাবর্তনে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেয়ার কথা রয়েছে।
সমাবর্তনে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের বৃহস্পতিবার বেলা ১২টা ৩০ মিনিটের মধ্যে আমন্ত্রণপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। সমাবর্তন উপলক্ষে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, ২০০১ সালে প্রতিষ্ঠিত হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকেই বেসরকারি এ বিশ্ববিদ্যালয়টি সুনামের সঙ্গে উচ্চ শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
এনএম/জেডএইচ/পিআর
সর্বশেষ - শিক্ষা
- ১ ছাত্রদের বিতর্কিত করে অভ্যুত্থান ব্যর্থ প্রমাণের অপচেষ্টা চলছে
- ২ গণঅভ্যুত্থানের গ্রাফিতি মুছে ফেললো গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল
- ৩ দেশের শিক্ষাব্যবস্থা এমন চাকরি ছাড়া কিছুই ভাবতে দিচ্ছে না
- ৪ পাঠ্যবইয়ে ত্রুটি, আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর ছোট ভাইকে শোকজ
- ৫ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধে হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব