ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

নিউ নরমাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় অনলাইন শিক্ষার বিকল্প নেই

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২০

করোনায় শিক্ষার খুঁটিনাটি নিয়ে গ্রিন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘অনলাইন টিচিং লার্নিং ইন নিউ নরমাল এনভায়রনমেন্ট’ শীর্ষক ওয়েবিনার।

সোমবার (২১ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কলেজ ও পলিটেকনিক শিক্ষকরা অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে ওয়েবিনারে অংশ নেন।

গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির ও উপ উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

Green1

আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের চেয়ারপারসন ও সিইটিএল ডিরেক্টর ড. এএসএম শিহাবুদ্দিন, রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম ও লেকচারার হাসান আল যুবায়ের রনি।

বক্তারা বলেন, করোনাকালীন সময়ে শিক্ষাখাত গোটা বিশ্বেই চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো বটেই, স্কুল-কলেজের শিক্ষার্থীরাও নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। আবার যথাযথ টেকনিক্যাল জ্ঞান না থাকায় অনলাইন ক্লাস নিতও সমস্যায় পড়ছেন শিক্ষকরা। সুতরাং বোঝাই যাচ্ছে, নিউ নরমাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত জ্ঞান ও অনলাইন শিক্ষার বিকল্প নেই।

এএইচ/এমএস