আজকের জেএসসি-জেডিসি পরীক্ষা বেলা ২টায়
হরতালের কারণে আজকের জেএসসি ও জেডিসি পরীক্ষার সময় পেছানো হয়েছে। সকাল ১০টায় জেএসসিতে ইংরেজি ১ম পত্র এবং জেডিসির বাংলা ১ম পত্র পরীক্ষার কথা থাকলেও পরীক্ষা পিছিয়ে বেলা ২টায় শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, আজ (মঙ্গলবার) সকাল ১০টায় জেএসসিতে ইংরেজি প্রথমপত্র ও জেডিসিতে বাংলা প্রথমপত্র পরীক্ষার তারিখ নির্ধারিত ছিল। কিন্তু গণজাগরণ মঞ্চ সারাদেশে অর্ধদিবস হরতালের ডাক দেয়ায় পরীক্ষা বিকেল ২টায় অনুষ্ঠিত হবে।
পরীক্ষা বিষয়ে গঠিত আন্তঃবোর্ড সমন্বয় সাব-কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক ড. শ্রীকান্ত কুমার চন্দ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিশ্চিত করে বলেন, শুধু আজকের ইংরেজি ১ম পত্রের এবং জেডিসির বাংলা ১ম পত্র পরীক্ষা সকাল ১০টা পরিবর্তে বেলা ২টা থেকে নেয়া হবে। বাকি বিষয়ের পরীক্ষার পূর্ব ঘোষিত রুটিন ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
প্রসঙ্গত, জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে হত্যা এবং শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশীদ টুটুলসহ তিনজন হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেফতারের দাবিতে আজ হরতাল ডেকেছে গণজাগরণ মঞ্চ।
এর আগে সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে গণজাগরণ মঞ্চের নেতৃবৃন্দ। গত রোববার রাজধানীর শাহবাগে এক প্রতিবাদ সমাবেশ থেকে তিনি এই ঘোষণা দেন।
বিএ
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ ছাত্রদের বিতর্কিত করে অভ্যুত্থান ব্যর্থ প্রমাণের অপচেষ্টা চলছে
- ২ গণঅভ্যুত্থানের গ্রাফিতি মুছে ফেললো গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল
- ৩ দেশের শিক্ষাব্যবস্থা এমন চাকরি ছাড়া কিছুই ভাবতে দিচ্ছে না
- ৪ পাঠ্যবইয়ে ত্রুটি, আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর ছোট ভাইকে শোকজ
- ৫ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধে হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব