টিউশন ফি মওকুফের দাবিতে ভিকারুননিসার সামনে মানববন্ধন
করোনা পরিস্থিতির সময়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে টিউশন ফিসহ সব চার্জ বন্ধ রাখার দাবিতে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের অভিভাবকরা। আগামী সাত দিনের মধ্যে দাবি মেনে নেয়া না হলে দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অভিভাবকদের একত্রিত করে সারাদেশে একযোগে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয়া হয়েছে। সোমবার ভিকারুননিসার বেইলি রোডের মূল ক্যাম্পাসের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নেন শতাধিক অভিভাবক।
মানববন্ধনে অভিভাবকরা বলেন, করোনা পরিস্থিতির কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। মহামারি পরিস্থিতিতে বর্তমানে অনেক অভিভাবক আর্থিক সংকটে। অনেকে কর্মস্থল থেকে চাকরিচ্যুত ও ব্যবসা-বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে অভিভাবকদের পক্ষে টিউশন ফি ও অন্যান্য চার্জ পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে। তারপরও স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের মোবাইলে এসএমএস পাঠিয়ে বেতন পরিশোধ করতে বলছে।
তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে আমাদের অসুবিধার কথা লিখিতভাবে গত ৮ জুলাই জানানো হয়েছে। এ অবস্থায় টিউশন ফি আদায় না করতে অনুরোধ জানানো হয়েছে। যতদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ততদিন টিউশন ফিসহ সব চার্জ মওকুফের দাবি জানানো হয়েছে।
নেতারা বলেন, অভিভাবকদের দাবি মেনে নেয়া না হলে আগামী সাত দিনের মধ্যে দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অভিভাবকদের একত্রিত করে একযোগে সারাদেশে বড় ধরনের আন্দোলন শুরু করা হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন অভিভাবক সংগঠনের প্রতিনিধি আনোয়ার কবির ভূঁইয়া পূলক, মাজেদুল ইসলাম সুজন, মিজানুর রহমান, শাকিল, জেমিন প্রমুখ।
এমএইচএম/এনএফ/পিআর