বাংলাদেশ গণিত দলের সংবর্ধনা আজ
চলতি বছর থাইল্যান্ডে অনুষ্ঠিত ৫৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) দক্ষিণ এশিয়ার শীর্ষস্থান অর্জনকারী বাংলাদেশ গণিত দলকে সংবর্ধনা দেয়া হবে আজ। কারওয়ান বাজারের আইসিএবি মিলনায়তনে আজ বেলা তিনটায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, বিশিষ্ট বিজ্ঞানী ড. রেজাউর রহমান, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসানসহ আরও অনেকে।
সংবর্ধনা অনুষ্ঠানটির আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। তবে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের মুভার্সদেরকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে বলা হয়েছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে এবারের আসরে ১০৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৩৩তম এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে। বাংলাদেশ গণিত দলের ছয় সদস্যের মধ্যে সানজিদ আনোয়ার রৌপ্যপদক এবং আদিব হাসান, আসিফ-ই-ইলাহী, মো. সাব্বির রহমান ও সাজিদ আকতার পেয়েছেন ব্রোঞ্জপদক। এ ছাড়া এস এম নাঈমুল ইসলাম পেয়েছেন সম্মানজনক স্বীকৃতি।
এআরএস/আরআইপি
সর্বশেষ - শিক্ষা
- ১ বুয়েটে প্রাক-নির্বাচনীতে যোগ্যদের তালিকা প্রকাশ, নির্বাচিত ২৪২০৫
- ২ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরছে ভর্তি পরীক্ষা, বদলে যাচ্ছে পদ্ধতিও
- ৩ এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিকসহ সব ছুটি বাতিল
- ৪ ‘শিক্ষা ক্যাডার’ বাতিলের পরিকল্পনা থেকে সরে না এলে কঠোর কর্মসূচি
- ৫ পেছনের শিক্ষাক্রমে ফেরার লড়াই প্রাথমিক-মাধ্যমিকের শিক্ষার্থীদের