বাউবির এসএসসি পরীক্ষা শুরু আজ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ওপেন স্কুল পরিচালিত ২০১৪ সালের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে আজ থেকে। এবারের পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট এক লাখ ৩৪ হাজার ৫৮১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
এর মধ্যে প্রথম বর্ষে ৮৬ হাজার ৭৬১ জন এবং দ্বিতীয় বর্ষে পরীক্ষার্থীর সংখ্যা ৪৭ হাজার ৮২০। বৃহস্পতিবার বিকেলে বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের যুগ্ম-পরিচালক মো. আবুল কাসেম শিখদার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে ৪৪১টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুক্রবার ও শনিবার দিন সকাল ও বিকেলে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর পরীক্ষা শেষ হবে ৪ ডিসেম্বর।
প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের জন্য ব্যবস্থা নিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
আমিনুল ইসলাম/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ প্রত্যন্ত অঞ্চলেও ভালো অবকাঠামো ও গ্র্যাজুয়েট শিক্ষক দিচ্ছে সরকার
- ২ ষষ্ঠ-সপ্তমের নতুন পাঠ্যবই মিলবে জানুয়ারির প্রথমদিকেই
- ৩ মাউশির ৮ আঞ্চলিক কার্যালয়ে নতুন উপ-পরিচালক
- ৪ জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স দ্বিতীয় বর্ষে পরীক্ষা শুরু ২ জানুয়ারি
- ৫ আওয়ামী লীগের ১২ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে ‘সত্যানুসন্ধান কমিটি’