শুক্রবার থেকে বাউবির এসএসসি পরীক্ষা শুরু
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ওপেন স্কুল পরিচালিত ২০১৪ সালের এসএসসি পরীক্ষা শুক্রবার থেকে শুরু হচ্ছে। এবারের পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট এক লাখ ৩৪ হাজার ৫৮১ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। প্রথম বর্ষে ৮৬ হাজার ৭৬১ জন এবং দ্বিতীয় বর্ষে ৪৭ হাজার ৮২০ জন অংশ নিচ্ছে।
বৃহস্পতিবার বিকেলে বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের যুগ্ম-পরিচালক মো. আবুল কাসেম শিখদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে ৪৪১টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুক্রবার ও শনিবার দিন সকাল ও বিকেলে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর পরীক্ষা শেষ হবে ৪ ডিসেম্বর।
প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের জন্য ব্যবস্থা নিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি
সর্বশেষ - শিক্ষা
- ১ ছাত্রদের বিতর্কিত করে অভ্যুত্থান ব্যর্থ প্রমাণের অপচেষ্টা চলছে
- ২ গণঅভ্যুত্থানের গ্রাফিতি মুছে ফেললো গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল
- ৩ দেশের শিক্ষাব্যবস্থা এমন চাকরি ছাড়া কিছুই ভাবতে দিচ্ছে না
- ৪ পাঠ্যবইয়ে ত্রুটি, আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর ছোট ভাইকে শোকজ
- ৫ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধে হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব