প্রতিবন্ধীরা দেশের বোঝা নয় : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষাসহ সার্বিক বিষয়ে প্রতিবন্ধীসহ সকল মানুষের অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করছে। প্রতিবন্ধীরা বোঝা নয়, তাদের দক্ষ করে গড়ে তুলতে পারলে তারাও দেশের উন্নয়নে অবদান রাখতে পারবেন।
তিনি বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য দারিদ্রতার অবসান ঘটিয়ে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ দেশে পরিণত করা। ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
শুক্রবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় দিনভর বিভিন্ন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকরাই হচ্ছেন সবচেয়ে মর্যাদানবান ব্যক্তি। শিক্ষকদের উন্নয়নের জন্য বর্তমান সরকার সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, উৎসব সব মানুষেরা মিলেমিশে উদযাপন করি। ধর্ম যার যার উৎসব সবার। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সেই উৎসব একসঙ্গে পালন করি। এখানেই আমাদের গর্ব।
৯৫ লাখ টাকা ব্যয়ে প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্র ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, ঢাকা দক্ষিণ সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন এবং প্রতিবন্ধী লিটল স্টার স্কুলের উদ্বোধন ও প্রাক-প্রাথমিক শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী।
পৃথক অনুষ্ঠানে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম খান ও ঢাকা দক্ষিণ সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্ঞানেন্দ্র সেনের সভাপতিত্বে অনুষ্ঠাগুলোতে বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমির উদ্দিন সাদেকসহ দলীয় নেতৃবৃন্দ।
ছামির মাহমুদ/এআরএ/আরআইপি
সর্বশেষ - শিক্ষা
- ১ ছাত্রদের বিতর্কিত করে অভ্যুত্থান ব্যর্থ প্রমাণের অপচেষ্টা চলছে
- ২ গণঅভ্যুত্থানের গ্রাফিতি মুছে ফেললো গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল
- ৩ দেশের শিক্ষাব্যবস্থা এমন চাকরি ছাড়া কিছুই ভাবতে দিচ্ছে না
- ৪ পাঠ্যবইয়ে ত্রুটি, আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর ছোট ভাইকে শোকজ
- ৫ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধে হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব