এশিয়া সেরা বিশ্ববিদ্যালয়ের ৪০০তেও নেই বাংলাদেশ
এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় এ বছর জায়গা করে নিয়েছে ভারতের আটটি শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে আবার ছয়টিই আইআইটি (ইন্ডিয়ান ইনস্টিটিউটস অব টেকনোলজি)। সম্প্রতি টাইমস হায়ার এডুকেশন 'এশিয়া ইউনিভার্সিটি র্যাংকিং ২০২০' নামে এ তালিকাটি প্রকাশ করেছে। এতে সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বেশি ২৩টি চীনের। তবে সেরা চারশ’র মধ্যে জায়গা হয়নি বাংলাদেশের কোনও শিক্ষাপ্রতিষ্ঠানের।
তালিকার এক নম্বরে রয়েছে চীনের সিংহুয়া ইউনিভার্সিটি। এর পরেরটিও চীনের- পেকিং ইউনিভার্সিটি। তৃতীয় ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর, চতুর্থ ইউনিভার্সিটি অব হংকং, পঞ্চম হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ষষ্ঠ সিঙ্গাপুরের নানইয়াং ইউনিভার্সিটি অব টেকনোলজি, সপ্তম টোকিও ইউনিভার্সিটি, অষ্টম চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং, নবম দক্ষিণ কোরিয়ার সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি এবং দশম অবস্থানে রয়েছে চীনের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
ভারতীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে বেঙ্গালুরুর 'দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স'। এশিয়া সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৩৬ নম্বরে রয়েছে এটি।
সেরা পঞ্চাশের মধ্যে রয়েছে আইআইটি-রোপড় (৪৭)। এছাড়া, আইআইটি ইন্দোর ৫৫, আইআইটি-খড়গপুর ৫৯, আইআইটি-দিল্লি ৬৭, আইআইটি-বোম্বে ৬৯ এবং আইআইটি রুরকি রয়েছে ৮৩ নম্বরে।
শিক্ষার পরিবেশ, গবেষণা, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিসহ পাঁচটি ক্ষেত্র বিবেচনায় বিশ্ববিদ্যালয়গুলোর এই র্যাংকিং নির্ধারিত হয়েছে। গত বুধবার অষ্টমবারের মতো এই তালিকা প্রকাশ করেছে লন্ডনভিত্তিক শিক্ষা বিষয়ক সাময়িকী টাইমস হায়ার এডুকেশন। এতে এশিয়ার ৩০টি দেশ ও অঞ্চলের ৪৮৯ শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিনিধিত্ব করেছে।
২০২০ সালের র্যাংকিংয়ে সবচেয়ে বেশি জায়গা দখল করেছে জাপান। দেশটির ১১০টি শিক্ষাপ্রতিষ্ঠান এ তালিকায় স্থান পেয়েছে। চীনের পেয়েছে ৮১টি এবং ভারতের রয়েছে ৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠান। বাংলাদেশের একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম থাকলেও সেরা ৪০০-র ভেতর জায়গা হয়নি তাদের।
সূত্র: টাইমস হায়ার এডুকেশন, ইন্ডিয়া টাইমস
কেএএ/জেআইএম
সর্বশেষ - শিক্ষা
- ১ ‘ওএসডি’ নয়, অবসরে যাচ্ছেন চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার
- ২ বুয়েটে প্রাক-নির্বাচনীতে যোগ্যদের তালিকা প্রকাশ, নির্বাচিত ২৪২০৫
- ৩ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরছে ভর্তি পরীক্ষা, বদলে যাচ্ছে পদ্ধতিও
- ৪ এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিকসহ সব ছুটি বাতিল
- ৫ ‘শিক্ষা ক্যাডার’ বাতিলের পরিকল্পনা থেকে সরে না এলে কঠোর কর্মসূচি