ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের নজরুল হল বন্ধ ঘোষণা

প্রকাশিত: ১১:০৮ এএম, ১৮ অক্টোবর ২০১৫

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ধর্মপুরস্থ ডিগ্রি শাখার কবি নজরুল হল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোববার দুপুরে কলেজের একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

শনিবার রাতে কবি নজরুল হলের ছাত্রদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ, ধাওয়া পাল্টা-ধাওয়া ও ভাংচুরের ঘটনায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে, সংঘর্ষের ঘটনা তদন্তে কলেজের অধ্যাপক আ. খালেককে আহ্বায়ক করে গঠন করা হয়েছে তিন সদেস্যর তদন্ত কমিটি। বিকেল সাড়ে ৪টার দিকে কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুর রশিদ মুঠোফোনে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যক্ষ জানান, সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের অপরাধ থাকলে তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে। আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট দেয়ার কথা রয়েছে।

অন্যদিকে, হোস্টেল ও শিক্ষার্থীদের উপর হামলায় ঘটনায় কবি নজরুল হলের তত্ত্বাবধায়ক অধ্যাপক জহিরুল ইসলাম কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করবেন বলে জানা গেছে।

কামাল উদ্দিন/এআরএ/পিআর