ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

বৃহস্পতিবার মাধ্যমিক-কারিগরিতে যেসব ক্লাস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:০৫ এএম, ০৭ মে ২০২০

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় টেলিভিশনে পাঠদান কার্যক্রম সম্প্রচার শুরু করা হয়েছে। এ লক্ষ্যে ছুটির দিন ব্যাতীত অন্যান্য দিনে জাতীয় সংসদ টেলিভিশনে মাধ্যমিকের বিভিন্ন স্তরে পাঠদান সম্প্রচার করা হচ্ছে। বৃহস্পতিবার মাধ্যমিক, কারিগরি ও মাদরাসা শিক্ষার্থীদের জন্য মোট ১৩টি বিষয়ের ক্লাস প্রচার করা হবে।

প্রতিটি ক্লাস ২০ মিনিট করে প্রচার করা হচ্ছে, তার সঙ্গে প্রতিদিনের শিক্ষার্থীদের জন্য হোম ওয়ার্ক (বাসার কাজ) দেয়া হয়। পরদিন সঠিক উত্তরগুলো দেখানো হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর শিক্ষার্থীদের এসব বাসার কাজের খাতা মূল্যায়ন করে নম্বর দেয়ার ঘোষণা দিয়েছে মাউশি।

পাশাপাশি টেলিভিশনে প্রচার হওয়া ক্লাসগুলো কিশোর বাতায়নে দেয়া হবে। শিক্ষার্থীরা যেকোনো সময়ে তা দেখতে পারবে। সেখানে নানা ধরনের কুইজের মাধ্যমেও শিক্ষার্থীরা খেলার ছলে শিখতে পারবে বলে জানা গেছে।

মাধ্যমিকে টেলিভিশন ক্লাসে যা থাকছে : বৃহস্পতিবার ষষ্ঠ শ্রেণির গণিত ও বাংলা বিষয়ের ক্লাস সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ১১টা ২৫ মিনিট পর্যন্ত, সপ্তম শ্রেণির বিজ্ঞান ও ইংরেজি বিষয়ের ক্লাস সকাল ১১টা ২৫ মিনিট থেকে ১২টা ৫ মিনিট পর্যন্ত, অষ্টম শ্রেণির গণিত ও বাংলাদেশ বিশ্বপরিচয় ক্লাস ১২টা ৫ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত, নবম শ্রেণির বিজ্ঞান ও রসায়নবিজ্ঞান ক্লাস ১২টা ৪৫ মিনিট থেকে ১টা ২৫ মিনিট পর্যন্ত, দশম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকি এবং উচ্চতর গণিত বিষয়ের ক্লাস ১টা ২৫ মিনিট থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত প্রচার করা হবে।

অন্যদিকে এদিন কারিগরি স্তরে নবম শ্রেণির জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ক্লাস ২টা ১০ মিনিট থেকে ২টা ২৭ মিনিট পর্যন্ত, দুপুর ২টা ২৭ মিনিট থেকে ২টা ৪৩ মিনিট পর্যন্ত নবম শ্রেণির ফার্ম মেশিনারী এবং দশম শ্রেণির ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন ক্লাস দুপুর ২টা ৪৩ মিনিট থেকে বিকাল ৩টা পর্যন্ত।

এমএইচএম/এনএফ/জেআইএম