২৮ মাস বেতন বন্ধ সেকায়েপ শিক্ষকদের, করোনায় মানবেতর জীবনযাপন
গত ২৮ মাস ধরে বেতন পাচ্ছেন না সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ) কর্তৃক চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা। আগে স্কুল থেকে কিছু অর্থ-কড়ি পেলেও করোনাভাইরাস পরিস্থিতিতে তাও বন্ধ হয়ে গেছে। ফলে তাদের দিন কাটছে মানবেতর অবস্থায়।
গত প্রায় আড়াই বছর ধরে বিনা বেতনে স্কুলে পাঠদান করে আসা এই শিক্ষকরা তাদের চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়েছেন। পাশাপাশি বকেয়া পড়া বেতনসহ করোনার কারণে সৃষ্ট পরিস্থিতিতে প্রণোদনাও দাবি করেছেন।
এ বিষয়ে বাংলাদেশ অতিরিক্ত শ্রেণী শিক্ষক (এসিটি) অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রাফিউল ইসলাম রাফি বলেন, ২০১৫ সালে আমরা সেকায়েপ প্রকল্পের আওতায় চুক্তিভিত্তিক চাকরিতে যোগদান করি। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর আমাদের মেয়াদ শেষ হয়। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মেয়াদ শেষে সেকায়েপভুক্ত পাঁচ হাজার ২০০ জন অতিরিক্ত শ্রেণি শিক্ষককে (এসিটি) চাকরি স্থায়ীকরণ বা পরবর্তী প্রোগ্রামে অন্তর্ভুক্তি করার আশ্বাস দেয়া হয়। কিন্তু বিগত ২৮ মাসে তা বাস্তবায়ন হয়নি। ফলে বেতনহীন অবস্থায় বিপাকে পড়েছি আমরা। এর সঙ্গে করোনা ভাইরাসের প্রভাব আমাদের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে।
এসিটি শিক্ষকদের চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়ে তিনি বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে চাকরি স্থায়ীকরণের প্রজ্ঞাপন জারি করা না হলে আমাদের না খেয়ে মরতে হবে। পাশাপাশি করোনা মোকাবিলার জন্য আর্থিক প্রণোদনার দাবিও জানাই।
শিক্ষকদের দাবি, এসিটি শিক্ষকদের অভিজ্ঞতা, বয়স ও মানবিক দিক বিবেচনা করে ২৮ মাসের বকেয়া বেতন প্রদানসহ দ্রুত চাকরি স্থায়ী করতে হবে। অথবা বিনা শর্তে পরবর্তী প্রোগ্রামে অন্তর্ভুক্ত করতে হবে। এক্ষেত্রে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
২০১৫ সালে মাধ্যমিক পর্যায়ে বিষয়ভিত্তিক মানসম্মত শিক্ষকের অনুপস্থিতির কারণে সরকার সেকায়েপ প্রকল্পের মাধ্যমে সারাদেশে পাঁচ হাজার ২০০ জন বিষয়ভিত্তিক (ইংরেজি, গণিত ও বিজ্ঞান) অতিরিক্ত শ্রেণি শিক্ষক তিন বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তাদের মেয়াদ শেষ হয়।
এমএইচএম/এইচএ/এমকেএইচ
সর্বশেষ - শিক্ষা
- ১ বিশ্ববিদ্যালয় পরিষদের নতুন সভাপতি কুয়েট উপাচার্য অধ্যাপক মাছুদ
- ২ বৈসাবি উৎসবের দিনেও এসএসসি পরীক্ষা, রুটিন পরিবর্তনের দাবি
- ৩ গুচ্ছ ভর্তির ‘ভবিষ্যৎ’ নির্ধারণে শিগগির বৈঠকে বসছেন উপাচার্যরা
- ৪ শেখ মুজিবের নাম বাদ দেওয়ার দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
- ৫ বুয়েটে ভর্তিতে ১৩ দিনে ২৫ হাজার আবেদন, শেষ হচ্ছে আজ