এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ব্যাংকে, বোনাস ৭ মে
এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। শিক্ষক-কর্মচারীরা নিজ অ্যাকাউন্ট থেকে আগামী ১১ মে পর্যন্ত বেতন-ভাতা তুলতে পারবেন। সোমবার (৪ মে) কারিগরি শিক্ষা অধিদফতর থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে
এর আগে গত ২৮ এপ্রিল স্কুল কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। শিক্ষকরা আগামী ৯ এপ্রিল পর্যন্ত বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন। আটটি চেকের মাধ্যমে নির্ধারিত চারটি ব্যাংকে এ অর্থ জমা দেয়া হয়েছে।
অন্যদিকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতরের উৎসব বোনাসের সরকারি আদেশ দ্রুত জারি করা হবে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগামী ৭ মে এমপিওভুক্ত সব স্তরের শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের অর্থ ব্যাংকে পাঠানো হবে। গত সপ্তাহে এমপিওভুক্ত স্কুল-কলেজ শিক্ষকদের ঈদুল ফিতরের উৎসব ভাতা দেয়ার প্রস্তাব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর থেকে পাঠানো হয়েছিল। ৩ মে সেই প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে। তবে ৭ মে’র আগে চেক ব্যাংকে যাচ্ছে না। অনুমতি পেলেই বোনাসের চেক ব্যাংকগুলোতে যাবে বলে জানা গেছে।
তবে এমপিওভুক্ত শিকক্ষ-কর্মচারীদের বেতনের শতভাগ ঈদ বোনাসের দাবি থাকলেও এবারও এমপিও শিক্ষকরা প্রচলিত বিধি অনুসারে ২৫ শতাংশ ঈদ বোনাস দেয়া হবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এমএইচএম/এমএফ/জেআইএম