ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

প্রাথমিক শিক্ষক-কর্মচারীদের ঋণের কিস্তি স্থগিতের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ২৫ এপ্রিল ২০২০

করোনাভাইরাস পরিস্থিতিতে প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তাদের সব ধরনের ঋণের কিস্তি আগামী ৩০ জুন পর্যন্ত স্থগিত রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মো. ফসিউল্লাহ স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়।

শনিবার অধিদফতরের মহাপরিচালক বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, অধিদফতরের আওতাধীন অনেক শিক্ষক-কর্মচারী তাদের প্রয়োজনে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে অনেকে সেসব ঋণের কিস্তি পরিশোধ করতে পারছেন না। এ কারণে আগামী ৩০ জুন পর্যন্ত কিস্তি স্থগিত রাখার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে সুপারিশ করা হয়েছে।

তিনি বলেন, উল্লিখিত সময়ের পর শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিতভাবে ঋণের কিস্তি পরিশোধ করবেন বলেও সুপারিশে উল্লেখ করা হয়েছে।

সোনালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক ও কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এমএইচএম/বিএ/এমকেএইচ