ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিইউপির ৫০ লাখ টাকা অনুদান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ১৫ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) অর্থ সহায়তা করেছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিইউপির পক্ষ থেকে মোট ৫০ লাখ টাকার অনুদান চেক ত্রাণ তহবিলে জামা দেয়া হয়েছে।

বিইউপির পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ লাখ টাকা অনুদানের চেক জমা দিয়েছে বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান অনুদানের চেক প্রদান করেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এই চেক গ্রহণ করেন।

চেক হস্তান্তরের সময় বিইউপির উপাচার্য করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সব কর্মকাণ্ডে পাশে থাকার ঘোষণা দেন। তিনি চলমান পরিস্থিতিতে বিইউপি কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে অবহিত করেন।

এ সময় ড. আহমদ কায়কাউস করোনা সংকট মোকাবিলায় ত্রাণ তহবিলে মানবিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সকল কর্মকর্তা, শিক্ষক এবং কর্মচারীদের ধন্যবাদ জানান।

চেক হস্তান্তরের সময় আরও উপস্থিত ছিলেন বিইউপির উপ-উপাচার্য প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদারসহ আরও অনেকে।

এমএইচএম/এমএসএইচ