ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

মাঠ কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে যোগদানের নির্দেশ মাউশির

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ১২ এপ্রিল ২০২০

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দ্রুত কর্মস্থলে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। কর্মস্থলে উপস্থিত হয়ে করোনাভাইরাস মোকাবিলায় জেলা ও উপজেলা প্রশাসনের কাজে সহযোগিতার নির্দেশনা দেয়া হয়েছে। শনিবার মাউশির পরিচালক অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় শিক্ষা মন্ত্রণালয় ও মাউশি’র আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ে যে সব সরকারি কর্মকর্তা-কর্মচারী অনুপস্থিত রয়েছেন, তাদেরকে দ্রুত কর্মস্থলে উপস্থিতি হতে হবে। এসব কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে উপস্থিত হয়ে জেলা-উপজেলা প্রশাসন কর্মকর্তাদের কাজে সম্পৃক্ত থেকে সহযোগিতা করতে হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় ও শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সরকারের পক্ষ থেকে ঘোষিত সাধারণ ছুটি ও সাপ্তাহিক ছুটির সময়ে সব কর্মকর্তা-কর্মচারীদের বর্তমান সংকট মোকাবিলায় কাজ করতে বলা হয়েছে এ নির্দেশনায়।

এমএইচএম/এমএফ/এমকেএইচ