ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বেতনের টাকা দেবে ইউজিসি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:০৩ পিএম, ০৭ এপ্রিল ২০২০

মহামারী করোনা ভাইরাসের সংকট মোকাবেলায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে এক দিনের বেতন দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। মঙ্গলবার ইউজিসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউজিসির চেয়ারম্যান, সদস্যগণ এবং সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর এক দিনের সমপরিমাণ বেতনের অর্থ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিগগিরই অনুদানের এ অর্থ সরকারের নিকট প্রদান করা হবে বলেও জানানো হয়েছে।

জানা গেছে, বাংলাদেশের করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ জমা দিয়েছেন। বেসরকারি পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানে নানাভাবে অর্থ-ত্রাণ দিয়ে সহায়তা করে আসছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা বৈশাখী ভাতার ২০ শতাংশ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দিয়েছেন।

এমএইচএম/এনএফ/এমএস