জেএসসি-জেডিসি পরীক্ষার তারিখ পরিবর্তন
আগামী ২ ও ৩ নভেম্বর অনুষ্ঠেয় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা তারিখ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী আগামী ২ নভেম্বরের পরীক্ষা হবে ৭ নভেম্বর ও ৩ নভেম্বরের পরীক্ষা হবে ১৪ নভেম্বর।
বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান তাঁর বাসায় এক সংবাদ ব্রিফিং এ তথ্য জানান।
উল্লেখ্য, ২ নভেম্বর থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু জামায়তে ইসলামীর ডাকা ৭২ ঘন্টার হরতালে এ পরীক্ষা সময় সূচি পরায় প্রায় ২১ লাখ পরীক্ষার্থী ও তাদের অবিভারকদের মাঝে উদ্বেগ দেখাে দেয়। অবশেষে এই দুই পরীক্ষার তারিখ পেছানো হলো।
সর্বশেষ - শিক্ষা
- ১ সরকারের সিদ্ধান্তে সন্তুষ্ট তিতুমীরের শিক্ষার্থীরা, অবরোধ স্থগিত
- ২ বিশ্ববিদ্যালয় করা সম্ভব কি না, যাচাইয়ে সাতদিনের মধ্যে কমিটি
- ৩ বৈঠক করতে শিক্ষা মন্ত্রণালয়ে তিতুমীরের ১৪ শিক্ষার্থী
- ৪ ট্রেনে পাথর নিক্ষেপ: তিতুমীর কলেজের শিক্ষার্থীদের দুঃখপ্রকাশ
- ৫ গুচ্ছ ভর্তি জটিল-বৈষম্যমূলক, থাকতে চায় না খুলনা বিশ্ববিদ্যালয়ও