অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ সোমবার
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফল আগামী ১২ অক্টোবর সোমবার রাত ৮টায় প্রকাশ করা হবে।
রোববার জাতীয় বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার ফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd / www.nubd.info) এবং যে কোনো মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে nu h1 reg. No লিখে ১৬২২২ নম্বরে Send করে পাওয়া যাবে।
এ পরীক্ষা গত ২১ মে শুরু হয়ে ৬ জুলাই শেষ হয়। এছাড়া ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ১৭ সেপ্টেম্বর। এ পরীক্ষায় ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ৫৫৭টি অনার্স কলেজের ১৯৭টি কেন্দ্রের মাধ্যমে সর্বমোট ১,৮০,৫১৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
আমিনুল ইসলাম/এআরএ/পিআর
সর্বশেষ - শিক্ষা
- ১ ছাত্রদের বিতর্কিত করে অভ্যুত্থান ব্যর্থ প্রমাণের অপচেষ্টা চলছে
- ২ গণঅভ্যুত্থানের গ্রাফিতি মুছে ফেললো গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল
- ৩ দেশের শিক্ষাব্যবস্থা এমন চাকরি ছাড়া কিছুই ভাবতে দিচ্ছে না
- ৪ পাঠ্যবইয়ে ত্রুটি, আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর ছোট ভাইকে শোকজ
- ৫ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধে হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব