মুজিববর্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, থাকতে পারবেন ২৫ জন
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়া হলেও জনসমাগম এড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ১০০টি করে বৃক্ষরোপণ করার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। তবে বৃক্ষরোপণ কর্মসূচিতে ২৫ জনের বেশি শিক্ষক-শিক্ষার্থীকে উপস্থিত না থাকা জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে দেশের নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সরকারি বেসরকারি স্কুল কলেজ, মাদরাসা, কারিগরি এবং পলিটেকনিক ইনস্টিটিউটে ১০০টি করে বৃক্ষরোপণ করার নির্দেশ দেয়া হয়েছে। বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।’
সেখানে আরও বলা হয়েছে, ‘করোনাভাইরাস সংক্রমণ রোধে প্রতিটি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণের সময় শিক্ষক ও শিক্ষার্থীসহ সর্বোচ্চ ২৫ জন উপস্থিত থাকতে পারবে। তার বেশি গণজমায়েত করতে শিক্ষা মন্ত্রণালয় থেকে নিষেধ করা হয়েছে।’
উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে জনসমাগম এড়িয়ে চলার জন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। এছাড়া ৩১ মার্চ পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।
এমএইচএম/এফআর/এমকেএইচ