এবার পিএসসির সব পরীক্ষা স্থগিত
করোনাভাইরাস সংক্রমণের আতঙ্কে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সোমবার পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পিএসসির আগামী ১৮-৩১ মার্চ পর্যন্ত নির্ধারিত সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। তবে ইতোমধ্যে গৃহীত পরীক্ষার ফল প্রকাশ অব্যাহত থাকবে। স্থগিত সব পরীক্ষার তারিখ ও বিস্তারিত পরে কমিশনের ওয়েবসাইটে এবং জাতীয় পত্রিকার মাধ্যমে জানানো হবে।
জানা গেছে, চলতি সপ্তাহ থেকে নন-ক্যাডারের বিভিন্ন পদে লিখিত ও মৌখিক পরীক্ষা হওয়ার কথা ছিল। বর্তমানে সারাদেশে করোনা ভাইরাস সংক্রমণ হওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় এসব পরীক্ষা স্থগিত করা হয়েছে। কবে এসব পরীক্ষা আয়োজন করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়নি। পরে সভা করে স্থগিত পরীক্ষার সময় নির্ধারণ করা হবে।
এমএইচএম/জেএইচ/এমকেএইচ
সর্বশেষ - শিক্ষা
- ১ পেছনের শিক্ষাক্রমে ফেরার লড়াই প্রাথমিক-মাধ্যমিকের শিক্ষার্থীদের
- ২ ইউজিসি ঘেরাও করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ
- ৩ গুচ্ছ ভর্তি বহাল রাখতে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জরুরি নির্দেশনা
- ৪ শনিবারও বন্ধ থাকবে স্কুল, সাপ্তাহিক ছুটি দুদিনই বহাল
- ৫ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ