এবার পিএসসির সব পরীক্ষা স্থগিত
করোনাভাইরাস সংক্রমণের আতঙ্কে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সোমবার পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পিএসসির আগামী ১৮-৩১ মার্চ পর্যন্ত নির্ধারিত সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। তবে ইতোমধ্যে গৃহীত পরীক্ষার ফল প্রকাশ অব্যাহত থাকবে। স্থগিত সব পরীক্ষার তারিখ ও বিস্তারিত পরে কমিশনের ওয়েবসাইটে এবং জাতীয় পত্রিকার মাধ্যমে জানানো হবে।
জানা গেছে, চলতি সপ্তাহ থেকে নন-ক্যাডারের বিভিন্ন পদে লিখিত ও মৌখিক পরীক্ষা হওয়ার কথা ছিল। বর্তমানে সারাদেশে করোনা ভাইরাস সংক্রমণ হওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় এসব পরীক্ষা স্থগিত করা হয়েছে। কবে এসব পরীক্ষা আয়োজন করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়নি। পরে সভা করে স্থগিত পরীক্ষার সময় নির্ধারণ করা হবে।
এমএইচএম/জেএইচ/এমকেএইচ
সর্বশেষ - শিক্ষা
- ১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধে হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব
- ২ সরকারিতে আসনের চারগুণ আবেদন, সাড়া নেই বেসরকারিতে
- ৩ সাত কলেজের ফেল করা শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
- ৪ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণসভা করার নির্দেশ
- ৫ পিএইচডি-এমফিলধারী ২০৬ শিক্ষককে সংবর্ধনা দিলো জমিয়াতুল মোদার্রেছীন